মোংলা নদীতে ব্রিজ নির্মাণসহ ১৬দফা দাবি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৫:৩১
মোংলা নদীতে ব্রিজ নির্মাণসহ ১৬দফা দাবি
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলা নদীতে ব্রিজ নির্মাণসহ ১৬দফা নিয়ে আন্দোলনের এক বছর পার করলো ‘মোংলা বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদ’।


১৯ ডিসেম্বর, মঙ্গলবার বেলা ১১টায় মোংলা প্রেস ক্লাবে সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোংলা কলেজের সাবেক ভিপি ও বন্দর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. শাহ আলম।


এ সময় শাহ আলম মোংলা নদীতে ব্রিজ নির্মাণসহ ১৬দফা দাবি মোংলাবাসী এক হয়েছেন উল্লেখ করে বলেন- সরকারের চলমান উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে পূর্ণ সমর্থন করে এই পরিষদ।


বন্দরকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে প্রস্তাবিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে।


১৬ দফা দাবিগুলো হল- মোংলা বন্দরকে গতিশীল করতে পশুর নদীর নাব্যতা বৃদ্ধির জন্য নিয়মিত ড্রেজিংয়ের কাজ অব্যাহত রাখা; দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা ও স্বপ্ন মোংলাকে জেলা ঘোষণা করা; জয়মনির সাইলোর মালামাল পরিবহনের সুবিধার্থে মোংলাবাসীর যাতায়াতের জন্য অনতিবিলম্বে মোংলা নদীতে ব্রিজ নির্মাণ; মোংলা বন্দরকে আধুনিকায়ন ও গতিশীল করা; মোংলা ইপিজেডে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার লক্ষ্যে সুযোগ-সুবিধা বৃদ্ধি; মোংলা সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা; দক্ষিণাঞ্চলের মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা; মোংলা অঞ্চলের মানুষের সুপেয় ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা; মোংলা বন্দরের কর্মরত শ্রমিক-কর্মচারীদের চট্টগ্রাম বন্দরের মতো সুযোগ-সুবিধা দেওয়া; সুন্দরবন পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানের পর্যটন শিল্পে রূপান্তরিত করা; ফয়লায় খান জাহান আলী বিমান বন্দর চালু করা; দ্রুত সময়ে অর্থনৈতিক জোন চালু করা; মোংলায় অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করা। মোংলা-খুলনা-ঢাকা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা; রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে চালু করা এবং মোংলা থেকে জয়মনি সাইলো পর্যন্ত মহাসড়ক নির্মাণ করা।


বিবার্তা/জাহিদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com