ভোলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৬:১৭
ভোলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় ভোলায় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে উদ্‌যাপিত হয়েছে মহান বিজয় দিবস।


১৬ ডিসেম্বর, শনিবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও যুগিরঘোল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান ও পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।


পরে একে একে জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।


সকাল সাড়ে ৮টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, পুলিশ আনসার, ভিডিপি, বিএনসিসি, স্কাউট, শিশু পরিবার, গার্লস গাইডসহ বিভিন্ন প্রতিষ্ঠান বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশন করে।


সকাল ১১ টার মহিলা ক্রীড়া সংস্থা কর্তৃক ক্রীড়া অনুষ্ঠান ও সকাল সাড়ে ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে মো. আরিফুজ্জামান জেলা প্রশাসক প্রধান অতিথি ও মো. মাহিদুজ্জামান জেলা পুলিশ সুপার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং সম্মিলিত কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন।


পরে কুচকাওয়াজ, শারীরিক কসরত ও ডিসপ্লেতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরস্কার বিতরণ করা হয়।


এ সময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ বিভিন্ন স্কুলকলেজের শিক্ষক সহ প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শাহীন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com