১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে: হাসানুল হক ইনু
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১৮:৫৪
১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে: হাসানুল হক ইনু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, প্রতিপক্ষ জোট থাকুন আর না থাকুক, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে। ওবায়দুল কাদের কী বলেছেন, সেটা তিনিই ভালো জানেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছেন ১৪ দল জোটবদ্ধভাবেই নির্বাচন করবে।


এছাড়াও ওই চিঠিতে বলা আছে, প্রয়োজন হলে আওয়ামী লীগের প্রতীক নৌকা শরিকদলের প্রার্থীরা ব্যবহার করতে পারবে।


ইনু বলেন, বিএনপি জামায়াত এখনও নাশকতা চালিয়ে যাচ্ছে তাই বাংলাদেশে রাজনীতি এখনও নিরাপদ নয়। সেই কারণে এখনও জোটের দরকার আছে। আমরা এখন পর্যন্ত জোটবদ্ধভাবে খুব শক্তিশালী অবস্থান নিয়ে নির্বাচনের মাঠে আছি।


ইনু আরো বলেন, তিনি জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনে আবারও নৌকা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবেন।


২৬ নভেম্বর, রবিবার বিকেলে কুষ্টিয়ার মিরপুরে সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলামের কাছে নিজের মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন।


এর আগে হাসানুল হক ইনু তাঁর নির্বাচনী এলাকার ভেড়ামারা উপজেলায় সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডুর কাছেও মনোনয়নপত্র জমা দেন।


এসময় দুই উপজেলাতেই স্থানীয় জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com