লামায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ১৫:১৭
লামায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ঘর মেরামতের সহায়তা প্রদান করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক।


চট্টগ্রাম ও বান্দরবান জেলা ফ্ল্যাশ ফ্লাডস ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্টের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় গতকাল বিকেলে পৌরসভা এলাকার মধু ঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব প্রদান করা হয়।


প্রতি পরিবারকে দেওয়া হয় ৮টি আরসিসি পিলার, ২৪ পিস টিন ও উপকরণ। এছাড়া বিকাশের মাধ্যমে প্রতি পরিবারকে দেওয়া হবে ১০ হাজার টাকা।


উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার মানবিক সহায়তা প্রদান উদ্বোধন করেন।


পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, ব্র্যাক ডিআরআরএম প্রজেক্টের উপজেলা সমন্বায়ক নজরুল ইসলাম বুলবুল প্রমুখ এতে অতিথি ছিলেন।


প্রকল্পের সমন্বায়ক নজরুল ইসলাম বুলবুল বলেন, উদ্বোধনী দিনে ২১জন ক্ষতিগ্রস্তকে ঘর মেরামতের জন্য সহায়তা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ৫৪ জন ক্ষতিগ্রস্তকে এ সহায়তা প্রদান করা হবে।


বিবার্তা/আরমান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com