কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৯
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১৬:৪০
কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৯
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের চকরিয়া ও উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এঘটনায় আহত রয়েছে অন্তত ৯ জন।


কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. রিদুয়ান (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে।


১৬ নভেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বড়বিল এলাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে।


নিহত রিদুয়ান ওই এলাকার নাজির হোসেনের ছেলে। মরিচ্যা বাজারে তার একটি সাউন্ড সিস্টেমের দোকান ছিল।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দোকান থেকে মোটরসাইকেলে চালিয়ে বাড়ি যাচ্ছিল রিদুয়ান। এ সময় ঘটনাস্থলে একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক দিয়ে আসা দ্রতগামী একটি সিএনজির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে সে গাড়ি থেকে পড়ে যায় এবং মাথায় আঘাত পেয়ে প্রচুর রক্তক্ষরণ হয়।


পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটবাজার অরিজিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


উখিয়া থানার (ওসি) মো. শামীম হোসেন বলেন, মরিচ্যা বড়বিলে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এছাড়া, কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে।এতে একজন চিকিৎসক ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় আহত হয়েছে আরও নয়জন যাত্রী।


১৬ নভেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত চিকিৎসকের নাম ছৈয়দুল ওমাম। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গোরস্থান চৌধুরী পাড়ার বাসিন্দা।


লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা শাহ জব্বারিয়া হাসপাতালে চিকিৎসক ছিলেন তিনি।


মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজারমুখী মাইক্রোবাসটি ডুলাহাজারার পাগলিরবিল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ডা. ছৈয়দুল ওমাম। আহত হয় মাইক্রোবাসের আরও নয়জন যাত্রী।


তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত চিকিৎসকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। পিকআপভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে।


বিবার্তা/ফরহাদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com