উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইইউ’র প্রতিনিধি দল
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ২১:৪০
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইইউ’র প্রতিনিধি দল
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইইউ’র চার সদস্যের প্রতিনিধি দল।


প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি।


শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন, ১৩ নভেম্বর, সোমবার সকাল সাড়ে দশটার দিকে ইইউ প্রতিনিধি দল প্রথমে ক্যাম্প ৪ এ পৌঁছে।


সেখানে ইউএনএইচসিআর পরিচালিত রেজিস্ট্রেশন সেন্টার ও ক্যাম্প ৪ এক্সটেনশনে ডাটা এন্ট্রি সেন্টার পরিদর্শন করেন।


পরে ক্যাম্প ৪ এ ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টার পরিদর্শন করে রোহিঙ্গা শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে ১৮ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন এবং কমিউনিটি প্রোটেকশন কমিটির রোহিঙ্গা স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলেন।


পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি বিকেল সাড়ে চারটায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ে সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত একটি বৈঠকে করেন। এরপর তারা কক্সবাজার ত্যাগ করেন।


এর আগে রবিবার পাঁচ দিনের সফরে ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল।


বিবার্তা/ফরহাদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com