খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ১৮:৩১
খাগড়াছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)-এর উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপন করা হয়েছে। ৯ নভেম্বর, বৃহস্পতিবার সকালে ডিপিএইচই’র অফিস প্রাঙ্গণে সংক্ষিপ্ত শোভাযাত্রা এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়।


ডিপিএইচই’র দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য শাহিনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।


এসময় তিনি বলেন, হাত ধোয়ার যে কী গুণ তা করোনাকালে জাতি হাড়ে হাড়ে টের পেয়েছে। করোনাকালের এই নতুন শিক্ষা আমাদের প্রাত্যাহিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মকে সুস্থ ও রোগমুক্ত সবল মানুষে হিসেবে গড়ে তুলতে খাবার আগে হাত ধোয়ার কোন বিকল্প নেই। অথচ, আমরা খাবার পরে ভালো করে হাত ধুই আর খাবারের আগে মনে রাখি না।


নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাশের স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়। এসময় অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ ও জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী উপস্থিত ছিলেন।


বিবার্তা/মামুন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com