গোবিন্দগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ১৭:২৮
গোবিন্দগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে স্টেশন মাস্টারের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ স্টেশনে ট্রেনের নিচে পরে আব্দুস সোবহান আকন্দ নামে এক ব্যক্তির হাত-পা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


জানা গেছে তিনি ওই স্টেশনের চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।


৭ নভেম্বর, মঙ্গলবার সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। মৃত সোবহান আকন্দের বাড়ি গাইবান্ধার পৌর এলাকার জুম্মাপাড়ায়।


স্থানীয়রা জানায়, দুর্ঘটনার সময় আব্দুস সোবহান আকন্দ ডিউটি শেষে গাইবান্ধা শহরের বাসায় যাওয়ার জন্য বুড়িমারী গামী আন্তঃনগর ৭১৩ আপ করতোয়া এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। এসময় পা ফসকে তিনি প্লাটফর্মের নিচে পড়ে যান এবং ট্রেনের চাকায় নিচে পড়ে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।


এ ঘটনার সত্যতা স্বীকার করে মহিমাগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার সোহাগ খান বলেন, আহত সোবহানকে উদ্ধার করে প্রথমে উপজেলা গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নিয়ে যাওয়া হয়।


চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয় বলে বিষয়টি নিশ্চিত করেন বোনারপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার খলিলুর রহমান।


বিবার্তা/খালেক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com