হরতালের প্রভাব নেই খাগড়াছড়িতে, পুলিশের সক্রিয়তায় পিকেটিংয়ে ব্যর্থ বিএনপি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ১৬:১৬
হরতালের প্রভাব নেই খাগড়াছড়িতে, পুলিশের সক্রিয়তায় পিকেটিংয়ে ব্যর্থ বিএনপি
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হরতালের তেমন কোন প্রভাব নেই খাগড়াছড়িতে। জনজীবন ছিল স্বাভাবিক। প্রতিদিনের মতই জেলা সদরে চলতে দেখা গেছে ছোট ও মাঝারী পরিবহনগুলোকে। পুলিশের সক্রিতায় খাগড়াছড়িতে বিএনপির পিকেটিং এর চেস্টা করলে তা ব্যর্থ করে দেয়
খাগড়াছড়ি জেলা পুলিশ।



২৯ অক্টোবর, রবিবার সকাল ১০টার পর হঠাৎ বিএনপির ডাকা হরতালে সক্রিয় হয়ে জেলা শহরের কলাবাগান থেকে ভাঙাব্রীজের মুল সড়কে উঠার চেষ্টা করে পিকেটাররা। এ সময় মিছিলের বাঁধা দেওয়ার চেষ্টাকালে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএনপির পিকেটারদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।


খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারের নেতৃত্বে এ বিএনপির নেতাকর্মীরা পিকেটিং এ চেষ্টা করে বলে জানা যায়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভীর হাসান জানান, পিকেটিং এর চেষ্টা করে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ বিএনপির নেতাকর্মীদের উপর কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে তারা পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়।


সড়কে এসে বিশৃঙ্খলা চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয় এবং জনগণের জানমাল ও চলার পথে কোন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে পুলিশ ছাড় দেবে না বলে হুঁশিয়ারি জানান তিনি।



এদিকে হরতালের কারণে দূরপাল্লার যানবাহন না চললেও শহরে টমটম, রিক্সা ও সিএনজি অটোরিকশা চলাচল ছিল স্বাভাবিক। শহরের প্রতিটি দোকানপাট,ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল।


খাগড়াছড়ি জেলা শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে ছিল অতিরিক্ত পুলিশ মোতায়েন।


বিবার্তা/আল-মামুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com