নড়াইলে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১৯:৪১
নড়াইলে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইল সদর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।


২০ অক্টোবর, শুক্রবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদফতর, নড়াইলের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২৩-২৪ মৌসুমে গম, ভূট্টা, সরিষা সূর্যমুখী, চিনাবাদাম, মুসুর ও খেসারি আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য এ সব উপকরণ বিতরণ করা হয়।


উপজেলার মোট ছয় হাজার ২৪০ জন কৃষকের মাঝে বীজ ডিএপি সার ও এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।


কৃষি সম্প্রসারণ অধিদফতর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায় এতে প্রধান অতিথি ছিলেন।


সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সংসদ সদস্য মাশরাফির পিতা গোলাম মোতুর্জা স্বপন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, জেলা ও উপজেলা কৃষি সম্প্রাসরণ অফিসের কর্মকর্তাগণসহ উপকারভোগী কৃষকগণ এ সময় উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com