নড়াইলে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষ্যে সচেতনতা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ১৭:১৯
নড়াইলে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষ্যে সচেতনতা সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের কালিয়ায় ‘মা ইলিশ রক্ষা করুন, ইলিশ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করুন’ শীর্ষক শ্লোগান নিয়ে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৩ বাস্তবায়নে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১১ অক্টোবর) দুপুরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির জন্য কালিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মাউলী ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।


এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মৎস্য অফিসার এইচ এম বদরুজ্জামান ও উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান, মাউলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোজি হক, মাঠ সহায়ক কর্মী আমিনুল ইসলাম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইউনিয়নের মৎস্য জীবীরা।


বক্তারা বলেন, সরকার মা ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তী সময়ে ইলিশের সংকট দেখা দিবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সকলকে ইলিশ শিকার থেকে বিরত থাকার আহ্বান জানান।


বিবার্তা/শরীফুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com