দুর্গাপুরে এসবি রক্তদান ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২০
দুর্গাপুরে এসবি রক্তদান ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোণার দুর্গাপুরে স্বেচ্ছাসেবী সংগঠন এসবি রক্তদান ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা হয়েছে ।


এ উপলক্ষ্যে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের কমরেড মনি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে আলোচনা সভা, সম্মাননা স্মারক ও কেক কাটা হয়।


আলোচনা সভায় এসবি রক্তদান ফাউন্ডেশনের উপদেষ্টা সাবেক প্রধান শিক্ষক একে এম ইয়াহিয়ার সভাপতিত্বে এসবি রক্তদান ফাউন্ডেশনের সদস্য সহকারী শিক্ষক আজিজুর রহমান খান রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক , ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, দুর্গাপুর সাংবাদিক সমিতির সদস্য সচিব মোরশেদ আলম, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আল আমিন, এসবি রক্তদান ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমিনুল ইসলাম।


স্বাগত বক্তব্য রাখেন এসবি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার, সদস্য এমদাদুল।


বক্তারা বলেন, মানবিকতাকে কাজে লাগাতে পারাই মানুষের সার্থকতা। সেই কাজটাই করছে এসবি রক্তদান ফাউন্ডেশনের রক্তদাতারা। কেউ যদি স্বেচ্ছায় রক্তদান করেন এতে যেমন একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচে তেমনি রক্তদাতা ও রক্ত গ্রহীতার মধ্যে গড়ে উঠে সম্পর্কের সেতুবন্ধন। ব্লাড সংগ্রহে তরুণদের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানান বক্তারা এবং এসবি রক্তদান ফাউন্ডেশনের উন্নয়নে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা।


এরপর এসবি ফাউন্ডেশনের সর্বোচ্চ রক্তদাতা ও সমাজে উন্নয়নমূলক বিভিন্ন কাজে অবদানের জন্য ব্যক্তিদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ।


বিবার্তা/পলাশ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com