কুষ্টিয়ায় নিত্যপণ্যের বাজারে সরকারের বেঁধে দেওয়া মূল্য মানা হচ্ছেনা
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:০০
কুষ্টিয়ায় নিত্যপণ্যের বাজারে সরকারের বেঁধে দেওয়া মূল্য মানা হচ্ছেনা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় সরকারের বেঁধে দেওয়া নির্ধারিত মূল্যের প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে। ডিম, আলু ও পেঁয়াজের মূল্য নির্ধারণ করা হলেও বাস্তবে তা লক্ষ্য করা যায়নি ভোক্তা পর্যায়ে। পূর্বের মূল্যেই বিক্রয় হচ্ছে পেঁয়াজ।


দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫ টাকা থেকে ৮০ টাকায়। ভারত থেকে আমদানি (এলসি) করা পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৬৫টাকা কেজি দরে। আলু বিক্রয় হচ্ছে ৪৫টাকা কেজি দরে এবং ডিম প্রতি পিস ১৩টকা থেকে ১৪টাকা করে।


অথচ বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বৃহস্পতিবার এসব কৃষি ও খাদ্যপণ্যের দাম নির্ধারণ করে দেন।


বেঁধে দেওয়া দামে দেশীয় পেঁয়াজ ৬৪টাকা থেকে সর্বচ্চ ৬৫টাকা কেজি, আলু ৩৪টাকা থেকে সর্বচ্চ ৩৫টাকা কেজি এবং ডিম প্রতিপিস সর্বোচ্চ ১২টাকা করে বিক্রি করার কথা বলা হয়েছিল।


১৫ সেপ্টেম্বর, শুক্রবার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সবজি বাজারসহ জেলার বিভিন্ন সবজি বাজার ঘুরে এমনই চিত্র দেখা গেছে।


সরকারের বেঁধে দেওয়া মূল্যের কোন প্রভাবই ছিলনা সবজি ও নিত্যপণ্যের বাজারগুলিতে। সাধারণ ক্রেতা ও ভোক্তাদের অভিমত বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় এমন অবস্থা। সরকার নিত্যপণ্যের দাম নির্ধারণ করে বসে থাকলে ব্যবসায়ীরা তা আমলে নিবেনা। এজন্য প্রয়োজন ভোক্তা অধিকার সংরক্ষণ ও প্রশাসনের কর্মকর্তাদের বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা। তবে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা বলেছেন আড়ৎ থেকে বেশী দামে পণ্য কিনে সরকারের নির্ধারণ করা মূল্যে বিক্রয় করলে তাদের লোকসান গুনতে হবে।


বিবার্তা/শরীফুল/এমজে


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com