রোহিঙ্গা ক্যাম্পে ৬ বছরে ৩৫৪ অপহরণ
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫১
রোহিঙ্গা ক্যাম্পে ৬ বছরে ৩৫৪ অপহরণ
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাহাড়ি সন্ত্রাসী ও আরসার সঙ্গে মিলে ক্যাম্পের অনেক রোহিঙ্গা জড়িয়ে পড়েছে অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ডে। গত ৬ বছরে ক্যাম্পগুলোতে ঘটেছে পাঁচ শতাধিক অপহরণের ঘটনা। টেকনাফ ও উখিয়ায় অপহরণ এখন নিত্যদিনের ঘটনা। অপহরণের ঘটনায় জড়িত অন্তত পাঁচ-ছয় গোষ্ঠী।


তবে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অপহরণের ঘটনা ৩৬৪ টি। কারণ অপহরণের ঘটনার অধিকাংশ অভিযোগ পুলিশের কাছে আসে না। অভিযোগ দিলে অপহৃত ব্যক্তিকে হত্যা করা হয়। এজন্য মুক্তিপণে মুক্তি মেলে বলে জানান ভুক্তভোগীরা।


ক্যাম্পে দিন দিন অপরাধ বাড়ছে উল্লেখ করে ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় জড়িত আরসাসহ বিভিন্ন গ্রুপে। এসব নিয়ে দ্বন্দ্বের জেরে রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপরাধ, অপহরণ ও হত্যাকাণ্ড।


তিনি বলেন, অপহরণের ঘটনায় করা মামলায় এ পর্যন্ত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের অপরাধ ঠেকাতে রাত-দিন কাজ করে যাচ্ছি।


বিবার্তা/ফরহাদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com