খাগড়াছড়িতে সংসদ সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৭
খাগড়াছড়িতে সংসদ সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।


৪ সেপ্টেম্বর, সোমবার সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।


গত ৩ সেপ্টেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত ভীতিহীন মনগড়া অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলনসহ ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচী পালন করা হয়।


এতে নেতাকর্মীদের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে রাজপথ। আওয়ামী লীগ নেতৃবৃন্দরা এ সময় খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা’র বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মিথ্যা অপপ্রচারে আওয়ামী লীগ ভীত নয় মন্তব্য করে ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে জানান।


এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া। আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন খান, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. আশুতোষ চাকমা, জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাটোয়ারী, উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম।


এছাড়াও বিক্ষোভ মিছিলে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী মো. কাশেম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার রইস উদ্দিন, জেলা আওয়ামী লীগ সদস্য নুরুল্লাহ হিরো, শামীম চৌধুরী, আফতাব উদ্দিন চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল, জেলা কৃষকলীগের সভাপতি পিন্টু ভট্টাচার্য, সাবেক জেলা ছাত্রনেতা ইকবাল বাহার, টিকো চাকমা উপস্থিত ছিলেন।


সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন এলেই রফিকুল আলম, জাহেদুল আলম ও আওয়ামী লীগ বিরোধী দলের লোকেরা আওয়মী লীগের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়। উদ্দেশ্যমূলক ভাবে ফায়দা লুটতে তৎপর স্বার্থ নেশী মহল আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অপপ্রচারে নেমেছে বলে মন্তব্য করেন।


এছাড়াও খাগড়াছড়িতে আওয়ামী লীগের জনপ্রিয়তা ধ্বংস করতে বিভ্রান্ত ছড়ানো অংশ হিসেবে একের পর এক অপপ্রচার সফল হবে না বলেও হুঁশিয়ারী জানান তারা। একই সাথে অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আওয়ামী লীগ নেতারা।


বিবার্তা/আল-মামুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com