হিলিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১৯:১৬
হিলিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ২
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে সংবাদ সংগ্রহের সময় দৈনিক প্রথম আলো পত্রিকার বিরামপুর প্রতিনিধি নূরে আলম সিদ্দিকীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের পূর্বক অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে হাকিমপুর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে বুধবার (৩০ আগস্ট) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতাকৃত আসামিরা হলেন হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে শরিফুল ইসলাম পিন্টু (৪১) এবং একই উপজেলার বৈ গ্রামের মৃত মাসুদ আলীর ছেলে রবিউল ইসলাম (৪৪)।


সিসিটিভি ফুটেজে দেখা যায়, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও শুল্ক স্টেশন এলাকায় দুই দেশে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলছেন ও ছবি তুলছিলেন নূরে আলম সিদ্দিকী। এ সময় কয়েকজন যুবক তাকে ছবি তুলতে বাধা দেন। কিছুক্ষণ পরে একজন লোক (হিলি কাস্টম গোয়েন্দা সংস্থার সিপাহি জুয়েল হোসেন) সাংবাদিক নূরে আলম এর দিকে এগিয়ে আপনি কে দেখি আপনার কার্ড দেখি এই বলে ধর সবাই সবাই মিলে একথা বলার কয়েক জন যুবক তার ওপর হামলা করেন। এ সময় হিলি ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ শেখ আশরাফুল ও হাকিমপুর থানার এসআই শামীম হোসেনের সহায়তায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে।


হামলার শিকার নূরে আলম সিদ্দিকী বলেন, প্রথম আলোর বিরামপুর প্রতিনিধি হলেও হাকিমপুর উপজেলায় আমি কাজ করে আসছি। বুধবার এসেছিলাম হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট যাত্রীদের সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজখবর নিতে। এসে ছবি তুলতেই কয়েকজন আমাকে ছবি তুলতে বাধা দেয়। একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগে আমাকে ধাক্কা দেন। জিজ্ঞাসা করা হলো আমি কিসে কাজ করি, পরিচয় দেয়ার পরও আমাকে ভুয়া সাংবাদিক বলে হেনস্তা করতে থাকে। এ ছাড়া আমার পিঠে কিলঘুষি মারতে থাকে। পকেটে ১২ হাজার ২০০ টাকা ছিল, সেটাও ছিনিয়ে নেয়। এ সময় হাকিম থানার ওসিকে ফোনে অবগত করি। পুলিশ সময়মতো না এলে আমার অনেক ক্ষতি হয়ে যেত।


এ বিষয়ে হিলি কাস্টমসের উপকমিশনার বায়জিদ হোসেন বলেন, চেকপোস্ট এলাকায় এ ধরনের ঘটনা কোনোভাবে কাম্য নয়। হিলি কাস্টমস শুল্ক স্টেশনে জনবল সংকটের কারণে আমরা অনেক কিছুই সঠিক ভাবে তদারকি করতে পারি না। সাংবাদিক অথবা পাসপোর্ট যাত্রী যে-ই হোক না কেন, প্রতিটি মানুষেরই সম্মান আছে। বুধবার রাতেই হাকিমপুর থানা পুলিশের সঙ্গে কথা বলেছি। সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, মুঠোফোনে খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় ওই দিন রাতেই সাংবাদিক নূরে আলম সিদ্দিকী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে দুজনকে আমরা গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। যারা পলাতক, তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। আটক আসামিদের আজ দিনাজপুর কোর্টে পাঠানো হয়েছে। হাকিমপুর থানার মামলা নম্বর ২০।


বিবার্তা/রব্বানী/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com