কুড়িগ্রামে জাতীয় পার্টির পদবঞ্চিতদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ১৮:৫৭
কুড়িগ্রামে জাতীয় পার্টির পদবঞ্চিতদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটিতে স্থান না পাওয়ায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা।


৩০ আগস্ট, বুধবার দুপুর ১২টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পার্টি বর্ধিত সভা র্বজন করে রংপুর-কুড়িগ্রা-ভূরুঙ্গামারী সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।


তাদের দাবি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহম্মদকে আহবায়ক কমিটির গুরুত্বপূর্ণ পদে না রেখে পকেট কমিটি তৈরি করা হয়েছে, যা সামনের জাতীয় নির্বাচনে দলের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। জাতীয় পার্টির আহবায়ক কমিটির আহবায়ক সাবেক এমপি মোস্তাফিজার রহমানের নেতৃত্বে বর্ধিত সভা বয়কট করে বিক্ষোভ সমাবেশ করে পদবঞ্চিতরা। এসময় তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।


পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।


জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় সদস্য সচিব মেজর আব্দুস সালাম বলনে, এমপি পনির উদ্দিন আহমেদ এই আহবায়ক কমিটির সদস্য। তাকে সভায় আমন্ত্রণ জানানো হলেও তিনি সেটি বর্জন করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন বলে জানান।


বিবার্তা/বিপ্লব/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com