মশা ও ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচী
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ১৮:০৩
মশা ও ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচী
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মশা ও ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচী শুরু হয়েছে।


২৩ আগস্ট, বুধবার কুড়িগ্রাম পৌরসভার উদ্যোগে পৌরসভা চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে প্রচার ও লিফলেট বিতরণ করা হয়।


এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরিফ, এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি এসএম ছানালাল বকসী, আওয়ামী লীগ নেতা অলক সরকার, জেলা তথ্য অফিসার শাহাজাহান আলী, কুড়িগ্রাম পৌরসভার প্যানেল মেয়র রোস্তম আলী তোতা। এছাড়াও পৌর কাউন্সিলরগণ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


এ কর্মসূচী সপ্তাহব্যাপী পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের জনসাধারণকে সচেতন করতে অব্যাহত থাকবে।


বিবার্তা/বিপ্লব/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com