রাজবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে একাধিক প্রতিষ্ঠানে জরিমানা
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ১৬:৫৩
রাজবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে একাধিক প্রতিষ্ঠানে জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে জনাব দধি ভান্ডার কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


সোমবার (২১ আগষ্ট) সকালে সাড়ে ১০ টায় পাংশা পৌর শহরের উপজেলা সড়কের মাহামুদ প্লাজা সামনে জনাব দধি ভান্ডারসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়।


অভিযানে জনাব দধি ভান্ডার ছাড়াও অমল দধি ভান্ডার কে ৪ হাজার, মুসলিম ডিমের আরত মালিক কে ২ হাজার, মেসার্স সোহেল ডিম ভান্ডার মালিক কে ৫ শত টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধ ও মানুষের খাবার অনুপযোগী আনুমানিক ১৫ কেজি দধি ও ৫০ গ্রাম হাইড্রোজ জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।


অভিযানের নেতৃত্বদেন, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। সহযোগিতা করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সিভিল সার্জন অফিসার সূর্য্য কুমার প্রামানিক, ভোক্তা অফিসার সবুজ হোসেন।


বিবার্তা/মিঠুন/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com