গাইবান্ধা ও পলাশবাড়ীতে জাতীয় শোক দিবস পালিত
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ২০:১০
গাইবান্ধা ও পলাশবাড়ীতে জাতীয় শোক দিবস পালিত
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে মঙ্গলবার গাইবান্ধা ও পলাশবাড়ীতে পৃথকভাবে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।


দিনের শুরুতেই সরকারি ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও পৌরপার্কে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় পৌর পার্ক থেকে শোক র‍্যালিতে অংশ নেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার মো. কামাল হোসেন ও অন্যান্য সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ।


এছাড়াও জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাসদ, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা পরিষদ, গাইবান্ধা পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট, গাইবান্ধা প্রেসক্লাব, সদর উপজেলা পরিষদ, গাইবান্ধা সরকারি কলেজসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।


এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম, অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র মো. মতলুবর রহমান, সিভিল সার্জন ডা: আব্দুল্লাহিল মাফি প্রমুখ।


এছাড়া গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে। জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ পৌর মেয়র মো. মতলুবর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পিয়ারুল ইসলাম প্রমুখ।


অপরদিকে,গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।


মঙ্গলবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে-সাথে সকল সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস ভবন, বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, পৌরসভা, আওয়ামী লীগসহ সহযোগি ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, নেসকো, প্রেস ক্লাব, সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান সমূহ শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ করেন।


এরপর বঙ্গবন্ধুসহ সকল শহীদদের শ্রদ্ধায় এক মিনিট নীরবতা পালন শেষে দেশের সুখ-সমৃদ্ধি এবং সার্বিক অগ্রগতি কামনায় বিশেষ দো’আ ও মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের এমপি কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল।


বিবার্তা/মন্ডল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com