প্রবেশপত্র নিতে দিতে হয় ৫০০ টাকা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ১৬:২০
প্রবেশপত্র নিতে দিতে হয় ৫০০ টাকা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারী সরকারি কলেজে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র ও সব শেষ এইচএসসি পরীক্ষার মূল সনদপত্র নিতে শিক্ষার্থীদের নিকট থেকে টাকা নেয়ার অভিযোগ ওঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, নিয়মবহির্ভূতভাবে নেয়া হচ্ছে এসব টাকা। টাকা না দিলে মিলছেনা প্রবেশপত্র অথবা সনদ।


অভিযোগের ভিত্তিতে কলেজগুলোয় সরেজমিনে দেখা যায় টাকা নেয়ার সত্যতা পাওয়া গেছে।


স্থানীয় নওয়াব আলী নামে এক অভিভাবক জানান, এইচএসসি পরিক্ষার প্রবেশপত্র নিতে কলেজে গিয়েছিলাম ৫০০ টাকার কম মানছেন না। টাকা দিতে না পারায় ফেরত এসেছি। দেখি কি করা যায়।


নাইম নামে এইচএসসি পরিক্ষার্থী বলেন, ফরম পূরণের সময়ও বেশি টাকা নিয়েছে। এখন প্রবেশপত্র নিতে এসেছিলাম কিন্তু ৫০০ টাকা চাচ্ছে। তারা কি এই টাকা নিতে পারেন?


জাকির নামে এক শিক্ষার্থী বলেন, এবার এই কলেজেই ডিগ্রিতে ভর্তি হতে কলেজ থেকেই এইচএসসি পরীক্ষার মূল সনদ (সার্টিফিকেট) নিতে বিএম শাখার আসাদ স্যারকে ফোন করেছিলাম। তিনি ৭০০ টাকা চাচ্ছে, এখন এত টাকা কিভাবে দেব সেইটাই ভাবছি।


উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক আহ্বায়ক বদিউজ্জামান বদরুল বলেন, এই ঘটনা শুধু আজ থেকে নয়। এটা অনেক আগে থেকেই চলে আসছে। আসলে এভাবে শিক্ষার্থীদের নিকট থেকে চাপ প্রয়োগ করে টাকা নেয়াটা ঠিক নয়। এমন অভিযোগ নিয়ে আমার কাছে বেশ কয়েকজন সরকারি কলেজের শিক্ষার্থীরা এসেছিল। তারা অভিযোগ করছিল যে প্রবেশ ত্র ও সার্টিফিকেট নিতে গেলেই ৫০০ টাকা নেয়া হচ্ছে। চিলমারীতে অনেক শিক্ষার্থী আছেন যারা খুবই দরিদ্র ঘরের। তাদের পক্ষে এই টাকা দেয়া কষ্ঠসাধ্য। নিয়মবহির্ভূতভাবে এই টাকা নেয়া হচ্ছে। কেন নেয়া হচ্ছে বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবেন।


এদিকে চিলমারী গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজে ৩শ থেকে ৪শ টাকা করে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।


আইরিন নামের এক শিক্ষার্থী বলেন, ৪০০ টাকা দিয়ে প্রবেশপত্র নিয়েছি।


চিলমারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবিরুল ইসলামকে ফোন দিয়েও পাওয়া যায়নি।


পরে ওই কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাফিউল আলমের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।


চিলমারী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিতেন্দ্রনাথ বর্মন জানান, প্রবেশপত্র বাবদ টাকা নেয়ার কোন নিয়ম নেই। আমার কলেজে ফ্রিতেই দেয়া হচ্ছে প্রবেশপত্র।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তাহের আলী বলেন, অধ্যক্ষের সাথে কথা বলব, বিষয়টি আমার জানা নেই।


বিবার্তা/রাফি/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com