‘স্মার্ট বাংলাদেশ গড়তে নাগরিকদের স্মার্ট হতে হবে’
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ১৭:০৬
‘স্মার্ট বাংলাদেশ গড়তে নাগরিকদের স্মার্ট হতে হবে’
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশে নির্মাণের পর এখন স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে এগুচ্ছে দেশ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের নাগরিকদের স্মার্ট হতে হবে। এজন্যে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির রূপকার শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে হবে।’


১০ আগস্ট, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল কুদ্দুস ওই কথাগুলো বলেন।


উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবণী রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন।


এসময় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মনোয়ারুজ্জামান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন দফতরের কর্মকর্তাগণে উপস্থিত ছিলেন।


সভায় বাল্য বিবাহ রোধ, মা ও পোনা মাছ নিধন বন্ধ, মাদক নিয়ন্ত্রণ, শব্দ দূষণ রোধ, ইভটিজিং প্রতিরোধ, সাংবাদিকদের দায়িত্বশীলতা বিষয়ে আলোচনা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় জানান, শোকের মাস আগস্ট এর মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন আরও ভালো থাকে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। শুক্রবার মসজিদ ও উপাসনালয়ে জাতির জনক ও তার পরিবারবর্গের শহিদ সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজনের নির্দেশনা দেন।


বিবার্তা/জনি/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com