ধর্মপাশায় জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১৯:৪০
ধর্মপাশায় জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


৬ আগস্ট, রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতের চন্দ্র সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন ।


এছাড়া সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় ১৫ আগষ্ট সরকারি ,আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত, বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও কর্মের উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্য সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সকল দোয়া মাহফিল, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।


বিবার্তা/শহীদুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com