টাঙ্গাইলে আ.লীগ নেতা নিক্সন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ১৯:৪৬
টাঙ্গাইলে আ.লীগ নেতা নিক্সন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের গোপালপুরে আওয়ামী লীগ নেতা আমনিুল ইসলাম তালুকদার নিক্সন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।


৩১ জুলাই,সোমবার সকালে আমিনুল ইসলাম নিক্সন স্মৃতি পরিষদের আয়োজনে উপজেলার হাদিরা ইউনিয়নের আজগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রাদক্ষিন করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে সমাবেত হয়।


সমাবেত হয়ে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম তালুকদার নিক্সনের সহধর্মিণী ও হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহান, নিক্সনের ছোট ভাই আব্দুল্লাহ আল মামুন তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মামুনুর রশিদ, হোসাইন মোহাম্মদ রাসেল প্রমুখ।


বক্তরা বলেন, আওয়ামী লীগ নেতা নিক্সনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিক্সনকে হত্যা করে হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগকে দুর্বল করার নীলনকশা যারাই করে থাকুক কেনো, তাদের এ উদ্দেশ্য কোন দিন পূরণ হবে না। দ্রুত নিক্সন হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান তারা।


উল্লেখ, নিক্সন উপজেলার আজগড়া গ্রামের বাসিন্দা। তিনি গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।


এছাড়াও টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। ২০২০ সালের ৩১ জুলাই শুক্রবার রাত ১১টায় মোটরসাইকেল যোগে তিনি ধনবাড়ীতে নিজ বাসায় ফিরছিলেন। পথে নরিল্লা নামক স্থানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি আহত হন। পরে মধুপুর উপজেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিবার্তা/ইমরুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com