চট্টগ্রামে বিএনপির অফিস ভাংচুর মামলার আসামি ২৫০
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১৯:৫৪
চট্টগ্রামে বিএনপির অফিস ভাংচুর মামলার আসামি ২৫০
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি।


২৪ জুলাই, সোমবার নসিমন ভবনের কেয়ারটেকার কাজী মাহমুদ হোসেন বাদী হয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এর আদালতে বিএনপির পক্ষ থেকে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।


মামলার আসামিরা হলেন, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম চৌধুরী নোবেল, চান্দঁগাও এলাকার মোজাফফর মিয়ার ছেলে আবু খৈরাম তৈয়ব, খুলশি থানা এলাকার জ্যেতি লাল দাশের ছেলে গোবিন্দ দাশ ও একই থানা এলাকার মো. আজিমের ছেলে মো. তুষার ও শাহ্ আলমের ছেলে ব্ল্যাক হৃদয়।


মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। মামলার এজাহারে উল্লেখ করা হয় যে, বুধবার (১৯ জুলাই) রনি ও নোবেলের নেতৃত্বে ২০০-২৫০ জন এসে বিএনপির কার্যালয়ে আসবাবপত্র ভাংচুর করে ৮০ হাজার টাকার ক্ষতিপূরণ করে এবং একটি এক লাখ টাকা মূল্যের ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।


মামলার এজাহারে ঘটনার পরের দিন বৃহস্পতিবার কোতয়ালী থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলা গ্রহন না করার বিষয়টিও উল্লেখ করা হয়।


প্রসঙ্গত, বুধবার চট্টগ্রাম ১০ আসনের উপ নির্বাচনের নৌকার প্রার্থী মহিউদ্দীন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে ভাংচুর চালায় বিএনপির সমর্থিতরা। পরবর্তীতে ঘটনার দেড়ঘন্টা পর আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে।


ঘটনার দিন আওয়ামী লীগের এক কর্মী বাদী হয়ে একটি এবং পুলিশের পক্ষ থেকে আরো একটি মামলা করা হয় বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে। যদিও একই ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোতয়ালী থানায় মামলা করতে গেলেও মামলাটি গ্রহন করেনি কোতয়ালী থানা পুলিশ।


বিবার্তা/জাহেদ/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com