সরাইলে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১৬:৫৮
সরাইলে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ এ স্লোগানকে সামনে রেখে জাতীয় পাবলিক সার্ভিস দিবসে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


২৩ জুলাই, রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সামনে থেকে র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরাইল উপজেলা সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।


র‍্যালী ও আলোচনা সভায় সভাপতি ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন, সরাইল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরাম হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নৌসাদ মাহমুদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মুনির হোসেন ভূইঁয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেন, উপজেলা সাব- রেজিস্টার শুভ্রা রানী দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জান্নাত বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোছা. বিউটি আক্রার প্রমুখ।


র‌্যালি ও আলোচনা সভায় সরাইল উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com