গৌরীপুরে অটোরাইস মিলে ফায়ার সার্ভিসের মহড়া
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১৮:৪৭
গৌরীপুরে অটোরাইস মিলে ফায়ার সার্ভিসের মহড়া
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর গ্রামে পাল অটোরাইস মিলে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়েছে।


২২ জুলাই, শনিবার সকালে গৌরীপুর ফায়াস সার্ভিস স্টেশনের উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৌরীপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. শাহজাদার নেতৃত্বে রাইস মিলের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের এ প্রশিক্ষণ দেয়া হয়। এতে আগুন সম্পর্কে সচেতনতা, নিয়ন্ত্রণ, পরিস্থিতি মোকাবিলা ও মনোবল বৃদ্ধির করনীয় সম্পর্কে অবহিত করা হয়। সবশেষে প্রত্যক্ষ মহড়া অনুষ্ঠিত হয়।


এতে পাল অটো রাইস মিলের স্বত্বাধিকারী বিপ্লব পাল ও শামীম খান উপস্থিত ছিলেন।


ইনচার্জ মো. শাহজাদা বলেন, আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকার পরও শ্রমিকদের অনবিজ্ঞতার কারণে প্রতিবছর মিল কলকারখানায় কোটি কোটি টাকার সম্পদ আগুনে পুড়ে যায়। তাই তাদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।


বিবার্তা/হুমায়ুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com