শ্রীমঙ্গল চা বাগানের বাংলো থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ১৮:৪১
শ্রীমঙ্গল চা বাগানের বাংলো থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের ডাক্তারের বাংলোর আমগাছে ঝুলছিল বিশাল আকৃতির একটি অজগর সাপ। খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষ অজগর সাপটিকে আমগাছ থেকে উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেন।


২১ জুলাই, শুক্রবার সকালে ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া চা বাগানের ডা. সাহাদাত হোসেন মো. আসলাম এর বাংলো বাড়ির একটি আমগাছে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান বাড়ির লোকজন। গাছের ডালে বিশাল আকৃতির অজগর দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির বাসিন্দারা।


পরে তারা সাপটিকে উদ্ধার করতে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গিয়ে আমগাছের ডাল কেটে অজগর সাপটিকে উদ্ধার করেন।


বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, প্রায় ২০ ফুট উপরে আমগাছের ডাল জড়িয়ে ঝুলছিল অজগর সাপটি। পরে গাছের ডাল কেটে সাপটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা অজগর সাপটি প্রায় ৯ ফুট লম্বা ও ওজন ১০ কেজির উপরে। পরে অজগর সাপটিকে বন বিভাগকে হস্তান্তর করে বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশন।


সজল দেব আরও জানান, বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অজগরটিকে অবমুক্ত করা হবে।


বিবার্তা/কাউছার/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com