কাউখালীর শিয়ালকাঠী ইউপি নির্বাচনে সদস্যপদে বিজয়ী যারা
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ২১:৫৭
কাউখালীর শিয়ালকাঠী ইউপি নির্বাচনে সদস্যপদে বিজয়ী যারা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ৯টি ওয়ার্ডে নির্বাচন শান্তি পূর্ণভাবে সম্পন্ন হয়েছে।


সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। পরে গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন রিটার্নি অফিসার মো.মনিরুজ্জামান সোহাগ হাওলাদার।


১নং ওয়ার্ড (শিয়ালকাঠী পশ্চিম) নজরুল ইসলাম, প্রতীক(আপেল) ৪৮০ ভোট, ২নং ওয়ার্ড (শিয়ালকাঠী উত্তর পূর্ব) জাহিদুল ইসলাম প্রতীক (আপেল) ৪১০ভোট, ৩নং ওয়ার্ড (শিয়ালকাঠী দক্ষিণ) মো.শাহীন হোসেন আকন প্রতীক (মোরগ) ৩২৫ভোট, ৪নং ওয়ার্ড (ফলইবুনিয়া পশ্চিম) মেহেদি হাসান প্রতীক (মোরগ) ২৮৯ ভোট, ৫নং ওয়ার্ড(ফলইবুনিয়া পূর্ব) মো.মনিরুজ্জামান, প্রতীক (ফুটবল) ৩৩৩ ভোট, ৬নং ওয়ার্ড (শংকরপুর) মজিবুর রহমান হাওলাদার, প্রতীক (মোরগ) ২৮৪ ভোট, ৭নং ওয়ার্ড (জোলাগাতী উত্তর পূর্ব) কবির হোসেন, প্রতীক (মোরগ) ৪৪৪ ভোট, ৮নং ওয়ার্ড (জোলাগাতী মধ্য) মো.আসলাম ফরাজী (ফুটবল) ৩৬২ ভোট, ৯নং ওয়ার্ড (সাপলেজা, জোলাগাতী দক্ষিণ-পশ্চিম) এনায়েত হোসেন প্রতীক (ফুটবল)১৮৪ ভোট।১নং সংরক্ষিত আসনে মহিমা, ২নং সংরক্ষিত আসনে নাসরিন নাহার, ৩নং সংরক্ষিত আসনে মোছা. রেখসনা আক্তার।


অন্যদিকে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত গাজী সিদ্দিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


বিবার্তা/রবিন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com