কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১৪:৫৯
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে নদ-নদীর পানি কিছুটা হ্রাস পেলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি এখনো বিপদসীমার উপর দিযে প্রবাহিত হচ্ছে।


গ্রামীণ কাঁচা-পাকা সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। গত ৫ দিন ধরে নদ-নদী তীরবর্তী ও চর এলাকার ঘরবাড়ি তলিয়ে থাকায় দুর্ভোগ বেড়েছে মানুষ জনের। সেই সাথে চারণ ভূমি তলিয়ে থাকায় দেখা দিয়েছে গো খাদ্যের সংকট।


ফসলি জমি নিমজ্জিত হওয়ায় আমন বীজতলা, পাটসহ বিভিন্ন ধরনের শাক সবজি নষ্ট হতে বসেছে।


জেলা প্রশাসনের হিসেবে ৯ উপজেলার ৩ পৌরসভা ও ৭৩ ইউনিয়নের মধ্যে ৪৫টি ইউনিয়নের ১৮৫ গ্রামের ৬০হাজার মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে।


তবে স্থানীয় জনপ্রতিনিধিদের হিসেবে বন্যা কবলিত মানুষের সংখ্যা প্রায় লক্ষাধিক ছাড়িয়ে গেছে বন্যা কবলিতদের জন্য জেলা প্রশাসন থেকে ২৭৫ মেট্রিক টন চাল, নগদ ৮ লাখ ৫০ হাজার টাকা এবং ৩শ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হযেছে।


বিবার্তা/বিপ্লব/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com