কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপদসীমার উপরে
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১৭:১৫
কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপদসীমার উপরে
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তাসহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে এখন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছ এসব নদ নদীর পানি।


পানি বৃদ্ধির ফলে ­প্লাবিত হয়ে পড়ছে নদ নদীর অববাহিকার নিম্নাঞ্চল নতুন নতুন জেগে উঠা চরগুলো। এসব এলাকার কাঁচা সড়ক তলিয়ে যাওয়ায় চলাচলের দুর্ভোগ পড়েছে মানুষের। তবে পানি বৃদ্ধি পাওয়ার কারণে জেলায় নদী ভাঙনের তীব্রতা অনেকটা কমেছে।


১৩ জুলাই বিকেলে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড অফিস জানায়, ব্রহ্মপুত্র নদের পানি নুন খাওয়া পয়েন্টে বিপদ সীমার ৬৮ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৭২ সেন্টিমিটার ও ধরলা নদীর পানি সদর পয়েন্টে ৫৫ সেন্টিমিটার বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


সদরের পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজারের ছড়ার পাড় এলাকার নওশাদ আলী বলেন, কিছুদিন আগে বন্যা এসে রাস্তাঘাট তলিয়ে গিয়েছিল। যাতায়াতে আমাদের খুব কষ্ট ছিল। পানি কমার পর কয়েকদিন ভালোভাবে যাতায়াত করছি। আবারও পানি বারার কারণে রাস্তায় হাঁটু পানি হয়েছে। আমারগুলার ফির চলাচলে কষ্ট শুর হইলো।


ওই এলাকার রুবেল মিয়া বলেন, বাড়ির চারিদিকে পানি ঠিকমতো বাহির হওয়া যাচ্ছে না। বাড়ি থেকে হাট বাজার করারও সমস্যা হয়েছে। এদিকে আবার ছোট ছোট বাচ্চাদের নিয়েও চিন্তার শেষ নাই। কখন যে পানিতে চলে যায় ভয়ে থাকি আমরা। গত বন্যায় সবজির ক্ষেত নষ্ট হওয়ার পর কিছু ছিল তাও এই পানিতে শেষ।


কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, উজানে ভারি বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। আজ দুধকুমার নদের পানি বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ১৭ জুলাই পর্যন্ত নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে।


বিবার্তা/বিপ্লব/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com