গুলশান শপিং সেন্টার সিলগালা
গুলশান-১ সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১৫:২৭
গুলশান-১ সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকার গুলশান-১ এলাকায় পরিত্যক্ত বহুতল ভবন গুলশান শপিং সেন্টার সিলগালা ঘোষণার পর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ী ও কর্মচারীরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ঝুঁকিপূর্ণ ভবনটি সিলগালা করতে যাওয়ার পর এ ঘটনা ঘটে।


১৩ জুলাই, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝুঁকিপূর্ণ ভবন হওয়ায় মার্কেটটি সিলগালা করেন। এসময় ব্যবসায়ীদের সঙ্গে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বাগবিতণ্ডা হয়।


সড়ক অবরোধের কারণে গুলশান ও বনানীসহ আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।


ব্যবসায়ীদের দাবি, সময় না দিয়ে তাদের উচ্ছেদ করা হচ্ছে।


তবে ম্যাজিস্ট্রেট বলেন, যথেষ্ট সময় পেয়েছেন দোকান মালিক ও ব্যবসায়ীরা। অতিঝুঁকি বিবেচনায় ভবনটি সিলগালা করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে গুলশান ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুস্তাফিজুর রহমান বলেন, গুলশান-১ এলাকায় একটি ভবন পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ ছিল। সেটি আজ সিলগালা করতে এসেছিলেন ডিএনসিসি কর্মকর্তারা। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছেন। তাদের উপস্থিতিতেই ব্যবসায়ী ও কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। এখন পর্যন্ত গুলশান গোল চত্বর এলাকার চারদিকে সড়ক চলাচল বন্ধ রয়েছে।


গুলশান বিভাগ পুলিশের গুলশান জোনের সরকারী পুলিশ কমিশনার আব্দুল আল মাসুম বলেন, সড়ক অবরোধের খবরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সড়ক সচলের চেষ্টা করা হচ্ছে। ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে খবর দেওয়া হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com