কালাই রুটি-হাঁসের মাংস বিক্রিতে প্রতারণা
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১৭:১২
কালাই রুটি-হাঁসের মাংস বিক্রিতে প্রতারণা
রাজশাহী (পুঠিয়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে কালাই রুটি ও হাঁসের মাংস বিক্রিতে প্রতারণার ঘটনায় মো. সাদিকুল নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


১১ জুলাই, মঙ্গলবার সকালে শুনানি শেষে অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী এ জরিমানা করেন। পরে আইন মোতাবেক জরিমানার এক চতুর্থাংশ টাকা অভিযোগকারীকে প্রদান করা হয়। তবে এ টাকা ‘স্বপ্নবাজ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে পথশিশু ও অসহায় মেধাবীদের শিক্ষা উপকরণ প্রদানে ব্যয় করা হবে।


ভোক্তা অধিকার অফিস সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে নগরীর উপশহর নিউ মার্কেট এলাকার ‘কালাই ঘর’ হোটেলে রুটি খেতে যান দুজন সাংবাদিক। তারা তিনটি রুটি ও দুই হাফ বাটি হাঁসের মাংস অর্ডার করেন। কিন্তু পরিমাণের চেয়ে অর্ধেক মাংস দিয়ে উল্টো ১০০ টাকা বাড়তি দাম নেয়া হয় তাদের কাছে। এ সময় মূল্য তালিকাও টাঙানো ছিল না ওই হোটেলে। ফলে লিখিতভাবে অভিযোগ করেন সাংবাদিকরা। পরে শুনানির দিন ধার্য করে উভয়পক্ষকে ডাকা হয়। শুনানিতে অভিযোগ প্রমাণিত হলে দোষ স্বীকার করেন ওই অভিযুক্ত ব্যবসায়ী।


এ বিষয়ে অভিযোগকারী সাংবাদিক বলেন, জনস্বার্থে অভিযোগ দায়ের করি। তবে প্রাপ্ত এ টাকা স্বপ্নবাজ সংগঠনের মাধ্যমে পথশিশু ও অসহায় মেধাবীদের জন্য শিক্ষা সামগ্রী উপহার হিসেবে ব্যয় করা হবে।


তিনি বলেন, অনেকে ভোক্তা অধিকার সম্পর্কেই অবগত নয়। তাদেরও আইনকানুন জানতে হবে।


এ ব্যাপারে ভোক্তা অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলী বলেন, আইনের যথাযথ প্রয়োগে আমরা বদ্ধ পরিকর। কাউকে ক্ষতিগ্রস্ত করা আমাদের উদ্দেশ্য নয়। তবে কোনো ভোক্তা যাতে প্রতারিত না হন, সে ব্যাপারে আমাদের নজরদারি থাকবে। অভিযোগ পেলে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/সোহানুর/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com