শিবচরে বালুবোঝাই বাল্কহেড ডুবে ৩ শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১৮:১০
শিবচরে বালুবোঝাই বাল্কহেড ডুবে ৩ শ্রমিকের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদীতে একটি বালুবোঝাই বাল্কহেড (নৌযান) ডুবে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।


১০ জুলাই, সোমবার দুপুরে উপজেলার নিলখী ইউনিয়নের চর কামারকান্দি এলাকার আড়িয়াল খাঁ নদীতে এ দুর্ঘটনা ঘটে।


জানা গেছে, আড়িয়াল খাঁ নদের খনন কাজের বালু বাল্কহেড থেকে নদের পাড়ে আনলোড করার কাজে ব্যবহৃত হতো দুর্ঘটনা কবলিত ড্রেজারটি। সোমবার দুপুরে ড্রেজারটি নদের পাড়ে নোঙর করা ছিল। এসময় বালুবোঝাই একটি বাল্কহেড এসে ড্রেজারটিতে ধাক্কা দিলে তাৎক্ষণাৎ ড্রেজারটি ডুবে যায়। এসময় ড্রেজারটিতে পাঁচজন শ্রমিক ছিল। তাদের মধ্যে তিনজন ড্রেজারের কেবিনরুমে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।


স্থানীয় মো. শহিদ নামের এক ব্যক্তি বলেন, অনেক দিন ধরেই আড়িয়াল খাঁ নদ খননের কাজ চলছে। নদের বিভিন্নস্থান থেকে খনন করা বালু বাল্কহেডে করে নদের পাড়ে এনে ছোট ড্রেজার দিয়ে আনলোড করে। সোমবার দুপুরের দিকে বাল্কহেডের ধাক্কায় ড্রেজারটি নদীর পাড়েই ডুবে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে ড্রেজারের কেবিন থেকে তিনজনকে মৃত অবস্থায় বের করে অন্য শ্রমিক ও স্থানীয়রা।


উপজেলার কলাতলা নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ড্রেজারটিতে তিনজন লোক আটকা পড়েছিলেন। স্থানীয় ডুবুরিদের মাধ্যমে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com