তৃতীয় লিঙ্গের প্রেমিকাকে পিটিয়ে হত্যা
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ২২:০৩
তৃতীয় লিঙ্গের প্রেমিকাকে পিটিয়ে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোহেল রানা ওরফে দুষ্টু (২৫) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) প্রেমিকাকে পিটিয়ে হত্যা করেছে প্রেমিক রাকিব (২৩)।


৪ জুলাই, মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালতে এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রাকিব। সে কসবা উপজেলার গুণিনপাড়া (কলেজপাড়া) এলাকার মো. নাছিরের ছেলে। গত শনিবার রাতে আখাউড়া-কসবা আঞ্চলিক সড়কের গোপীনাথপুর এলাকা থেকে দুষ্টুর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুকদেবপুরের বাসিন্দা ছাদের আলীর সন্তান।


স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা ওরফে দুষ্টু ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মনিয়ন্দ এলাকার অজান্তাকে তৃতীয় লিঙ্গের গুরু মা মানতেন। সেই সুবাদে দুষ্টু কসবা উপজেলায় গোপীনাথপুরে সংগঠনের কাজকর্ম করতেন। প্রায় সাত-আট মাস আগে দুষ্টুর সঙ্গে অটোরিকশাচালক রাকিবের পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রাকিব মাঝে মাঝে দুষ্টুর ভাড়াবাসায় থাকতেন। ঈদুল আজহার পরদিন রাতে দুষ্টু রাকিবকে ফোন দিয়ে জানান তিনি দিনাজপুরে বাড়িতে চলে যাবেন। এ কথা শুনে রাকিব ক্ষিপ্ত হয়ে দুষ্টুকে গালাগাল করে। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে রাকিব গাছের ডাল দিয়ে দুষ্টুর মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ইটের ভাঙা অংশ দিয়ে আবারও দুষ্টুর মাথায় আঘাত করে রাকিব।


দুষ্টুকে মুমূর্ষু অবস্থায় ফেলে রাকিব পালিয়ে যায়। রাকিব ফোন দিয়ে দুষ্টুর গুরু মাকে জানায়- দুষ্টু গোপীনাথপুর সেকান্দারপাড়ায় পড়ে আছে। তারপর ফোন বন্ধ রাখে রাকিব। পরে কসবা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাকিবকে গ্রেফতার করে।


কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, গ্রেফতারের পর রাকিব মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল হাসানের কাছে ১৬৪ ধারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।


বিবার্তা/আকঞ্জি/রোমেল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com