অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা, ব্রাহ্মণবাড়িয়ায় চার ক্লিনিককে জরিমানা
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১৬:৩৯
অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা, ব্রাহ্মণবাড়িয়ায় চার ক্লিনিককে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা অব্যবস্থাপনার দায়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের চারটি বেসরকারি ক্লিনিককে আর্থিক জরিমানা করা হয়েছে।


বুধবার ৫ জুলাই, দুপুরে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যােগে এ অভিযান পরিচালিত হয়।


স্বাস্থ্য বিভাগ জানায়, অভিযান চলাকালে নবজাতক শিশু হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার অপারেশন থিয়াটারে ব্যবহৃত এনেসথেসিয়া ড্রাগ ও মেয়াদ উত্তীর্ণ অপারেশনের সরঞ্জাম থাকায় ও অপরিচ্ছন্ন পরিবেশ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০হাজার টাকা জরিমানা করা হয় সে সাথে অপারেশন থিয়েটারের কার্যক্রম সাময়িক সময়ের বন্ধ রাখা হয়।


এছাড়া বিভিন্ন অব্যবস্থাপনার দায়ে গ্রীন ভিউ হাসপাতালকে দশহাজার, আলিফ হাসপাতালকে পাঁচহাজার ও আল-খলিল ডায়াগনস্টি সেন্টারকে দশহাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।


অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারি কমিশনার ভূমি মো. মোশারফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বাস্থ্য অফিসের সহকারি সার্জন ডা.সম্বিতা চক্রবর্তী, মেডিকেল অফিসার ডা.আশরাফুর রহমান হিমেলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


বিবার্তা/নিয়ামুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com