লক্ষ্মীপুরে জেলা পর্যায়ে শ্রীমদ্ভাগবত প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ১৭:৫২
লক্ষ্মীপুরে জেলা পর্যায়ে শ্রীমদ্ভাগবত প্রতিযোগিতা অনুষ্ঠিত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সারা দেশব্যাপী শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতার আয়োজন করেছে। কেন্দ্রীয় কমিটির কমসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা পর্যায়ে পূজা উদযাপন পরিষদের আয়োজনে শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ আখড়া প্রাঙ্গনে শুক্রবার (৩০ জুন) সকাল ১১টায় দিনব্যাপী শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


জেলা পযার্য়ে শ্রীমদ্ভাগবত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধন করেন উপদেষ্টামণ্ডলীর সদস্য পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির এড.জহর লাল ভৌমিক, পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিমুল সাহা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানের ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার। বিশেষ অতিথি সহ-সভাপতি শৈবাল কান্তি সাহা সাধারণ সম্পাদক এড মিলন মন্ডল, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রতাপ চন্দ্র পাল, সহ-সভাপতি এড.প্রিয় লাল নাথ,লক্ষ্মীপুর ইসকন মন্দিরের অধ্যক্ষ সখাবেশ বলরাম গোপাল দাস ব্রক্ষ্মচারীর।



শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতায় বিচারকের দ্বায়িত্ব পালন করেন ভাগবত পাঠক সনজিৎ পাল, রুপালী প্রভা নাথ, নমিতা মজুমদার, ভানু নাগ, হারাদন পাল, প্রল্লাদ চন্দ্র সাহা রবি প্রমুখ।


পরে গীতা প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে মোট ৬ জন বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, প্রশংসাপত্র, শ্রীমদ্ভাগবত গীতা এবং সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রশংসাপত্র বিতরণের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করা হয়।


উল্লেখ্য, লক্ষ্মীপুর ৬ থানা তৃতীয় থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রুপে ১৮ জন এবং ৮ম শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘খ’ গ্রুপে মোট ৩৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহন করে।


বিবার্তা/সুমন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com