রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত দেড় শতাধিক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ১৫:৪৭
রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহত দেড় শতাধিক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক লোক। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৬০ জন চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে।


গরুর শিংয়ের আঘাতে আহতাবস্থায় কেরানীগঞ্জের শিমুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছে পরিবারের সদস্যরা। গরুর আক্রমণে শিমুল কোমরে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানায় তার পরিবার। সকালে কোরবানির পশু জবাই করতে গিয়ে এ ঘটনা ঘটেছে।


অপর দিকে সকাল থেকে পঙ্গু হাসপাতালে শতাধিক লোক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। তারাও কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।


কোরবানির পশু জবাই করতে গিয়ে কারও কারও আঙুলও কাটা পড়েছে বলে খবর পাওয়া গেছে।


ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন বলেন, সকাল থেকে চিকিৎসা নেওয়া রোগীদের কেউ গরুর শিংয়ে আঘাত পেয়েছেন, কেউ ছুরি চালাতে গিয়ে আঙুল কেটে ফেলেছেন। এ রকম কেসই বেশি।


তিনি বলেন, দুই-একজন অবজারভেশনে আছেন। তবে তেমন গুরুতর কেউ নেই আপাতত।


এদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), যা পঙ্গু হাসপাতাল নামেও পরিচিত, সেখানে সকাল থেকে শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। এসব আহতদের মধ্যে কারও হাড় ভেঙেছে, কারও আঙুল কাটা পড়েছে। এছাড়া কোরবানির গরুর মাংস কাটতে গিয়ে হাতের রগ কেটে ফেলার ঘটনাও আছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com