জামালপুর জেলা পরিষদে ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ২২:৩৭
জামালপুর জেলা পরিষদে ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুর জেলা পরিষদে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ৫১ কোটি ২১ লাখ ৪৮ হাজার ৪৭২ টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে।


২৫ জুন, রবিবার বিকালে জেলা পরিষদ মিলনায়তনে জামালপুর জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এ বাজেট ঘোষণা করা হয়।


জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা, সাত উপজেলার সমন্বয় কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ।


সভা শেষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেন।


এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫১ কোটি ২১ লাখ ৪৮ হাজার ৪৭২ টাকার। এর মধ্যে সরকারি অনুদান থেকে ৭ কোটি টাকা সহ বিভিন্ন খাতে নিজস্ব তহবিলে আয় ধরা হয়েছে ১৭ কোটি ৪০ লাখ ৮৫ হাজার ৫৯২ টাকা। এছাড়া প্রারম্ভিক স্থিতি দেখানো হয়েছে নিজস্ব খাতে ১২ কোটি ১১ লাখ ৪৩ হাজার ৩১০ টাকা এবং এডিপি খাতে ৭ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৩০৬ টাকা।


অপরদিকে এবারের বাজেটে আয়ের সমান ব্যয় ধরা হয়েছে। বিভিন্ন উন্নয়ন খাতে সবচেয়ে বেশি ব্যয় দেখানো হয়েছে ১১ কোটি ৫৬ লাখ ২০ হাজার ৬১৩ টাকা। এছাড়া ব্যয়ের খাতে বছর শেষে নিজস্ব তহবিলে সম্ভাব্য সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৯ কোটি ৪৬ লাখ ৯১ হাজার ১৩৪ টাকা।


বিবার্তা/ওসমান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com