
রাজধানীর বিজয় নগরের একটি বাসা থেকে নাজমুল হাসান (৭২) নামে এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রমনার ৭নং বিজয় নগর ২য় তলা বাড়ির নিচ তলায় তিনি একাকী থাকতেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে জানান, আমরা খবর পেয়ে বুধবার (১৫ মে) বিকাল পৌনে ৩ টায় মৃতের স্বজনদের উপস্থিতিতে ঐ রুমের খাটের উপর থেকে তার গলিত মৃতদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, নাজমুল হাসান তাদের নিজ বাসায় অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি একাই থাকতেন সেখানে।
মৃতের ছোট বোন উত্তরার বাসিন্দা শামীমা নার্গিস জানিয়েছেন, তার ভাই ঐ বাসায় একা থাকতেন। তিনি বিয়েও করেন নি। বাবার সম্পত্তি দেখাশুনা করতেন।
তিনি বলেন, গত ৯ মে ফোনে বলেছিলেন তিনি অসুস্থ বোধ করছেন, তার রুমের ফ্যানটি নষ্ট হয়ে গেছে। এরপর কয়েক দিন তাকে ফোন করা হয়, কিন্তু ফোন ধরছিল না। পরে গিয়ে দেখি তিনি সেখানে মারা গেছেন।
বিবার্তা/বুলবুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]