গরুর হাট কাঁপাবে ইতনার ‘ধলাবাবু’
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১১:৫৬
গরুর হাট কাঁপাবে ইতনার ‘ধলাবাবু’
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুরবানী ঈদ উপলক্ষ্যে সবার নজর কেড়েছে, নড়াইলের লোহাগড়া উপজেলা ইতনার ধলাবাবু নামের ষাড়টি। বিশাল দেহের অধিকারী আনুমানিক ২০মনের অধিক ওজনের ফ্রিজিয়াান জাতের ষাড় গরুটি, লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের খামারে সযত্নে লালন পালন করা হচ্ছে। ওই খামারে ধলাবাবু ছাড়া অন্য গরু দেখতে প্রতিদিন ভীড় জমায় অনেক অনেক মানুষ।


নজরুল ইসলাম জানান, ফ্রিজিয়ান জাতের ধলাবাবুর বয়স আড়াই বছর। নিজ খামারের গাভীতে কৃত্তিম প্রজননের মাধ্যমে জন্ম হয় ধলাবাবুর। ধলাবাবু ষাড়টি কোন প্রকার রাসায়নিক ইনজেকশন ছাড়্ইা, সম্পুর্ন প্রাকৃতিক খাবার খাইয়েই বড় করা হয়েছে। প্রতিদিনের খাবার তালিকায় রাখতে হয়, কাঁচা ঘাস, খড়, ভুষি, বিচি কলা, চাউলের কুড়া ইত্যাদি।


একই গ্রামের ফায়েক কাজী বলেন, নিজ খামারে জন্ম নেওয়া ষাড়বাছুরটি কে নিজ সন্তানের মতোই পরম মমতায় লালন পালন করেছেন, এ ছাড়া খামারের গরু লালন পালন করার জন্য নিজস্ব জমিতে ঘাসের চাষ করেছে তিনি।


চরদৌলতপুর গ্রামের ওমর শেখ বলেন, যারা বড় গরু কুরবানী দেন, তারা যেন গরুটি কিনে নেয়, বিশাল দেহের গরুটি হাটে নিয়ে বিক্রি অনেক কষ্টের, সঠিক ক্রেতা পেলে উচ্চ দাম চাইবেন না তিনি। এটার ন্যায্য দাম পেলে ভবিষ্যতে বড় গরু লালন পালনে আগ্রহ বাড়বে।


লোহাগড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, আমাদের জানা মতে ষাড় গরুটির কোন সমস্যা নেই, নজরুল ইসলামের খামারে যেয়ে গরু গুলি আমরা দেখা শোনা করেছি ।


বিবার্তা/শরিফুল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com