ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনি জব্দ
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ১৯:৩৮
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনি জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা থেকে ১০ হাজার ৭৫০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।


১৬ জুন, শুক্রবার দুপুরে কসবা উপজেলার কুটি কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন।


আটককৃতরা হলেন মো. মাসুম পারভেজ (৩২), টিপু সরকার (৩০), মামুন মিয়া (২৫) এবং সোহাগ সরদার (২৫)।


ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা চিনি পাচার হচ্ছে এমন খবরে কুটি কাঠেরপুল এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় একটি কাভার্ড ও দুইটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২১৮ বস্তাভর্তি ১০ হাজার ৭৫০ কেজি চিনি জব্দ করা হয়। এসব চিনি ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে আনা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়।


বিবার্তা/আকন্ঞ্জি/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com