লোহাগড়ায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১৫:৪৩
লোহাগড়ায় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে নড়াইলের লোহাগড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১১টায় বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে লোহাগড়ার রামনারায়ন পাবলিক লাইব্রেরির হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো. আমির হোসেন।


লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমানে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকরা চরম বেতন বৈষম্যের শিকার। দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক সমাজ, শিক্ষক জাতীয়করণের দাবিতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করছে। কিন্তু সংশ্লিষ্ট মহল সমস্যা সমাধানে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।


তাই শিক্ষক সমাজ বাধ্য হয়ে শিক্ষক জাতীয়করণের দাবিতে আগামী ১১ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে। তাদের এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।


এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মহিদুল ইসলাম মুরাদ, নড়াইল জেলা শাখার সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম, নড়াইল সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন, শিক্ষক নেতা মহিদুর রহমান মুরাদ, কেএম রেজাউল ইসলাম, দিপংকর সাহা, মো. মাহবুবুর রহমান প্রমুখ।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com