গোবিন্দগঞ্জে কলিকাতা হারবালে অভিযান
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ২২:৫১
গোবিন্দগঞ্জে কলিকাতা হারবালে অভিযান
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুমোদনহীন কলিকাতা হারবাল নামের একটি চিকিৎসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও চায়না থেকে আমদানিকৃত অবৈধ ফুড সাপ্লিমেন্ট ধ্বংস করা হয়েছে।


১৪ জুন, বুধবার বিকেলে ঔষধ প্রশাসন অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।


গোবিন্দগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা শেষে সহকারী পরিচালক শিকদার কামরুল ইসলাম বিবার্তাকে জানান, কলিকাতা হারবাল প্রতিষ্ঠানটি গোবিন্দগঞ্জে পরিচালনা করার জন্য কোন অনুমোদন নেই। তারপরেও শহরের মহিমাগঞ্জ রোডে অবৈধভাবে প্রতিষ্ঠান খুলে এবং সেখানে কোন বৈধ কবিরাজ না থাকলেও হারবাল চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করে আসছে।


তিনি আরো বলেন, অভিযানের সময় বিদেশ থেকে অবৈধভাবে আমদানি করা মানব দেহের জন্য ক্ষতিকারক ফুড সাপ্লিমেন্ট ধ্বংস ও সাইন বোর্ড গুড়িয়ে দেয়া হয়েছে। সেই সাথে যাতে এই নামে আর প্রতিষ্ঠান গড়ে তুলে ব্যবসা করতে না পারে তার জন্য সতর্ক করা হয়েছে।


এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।



বিবার্তা/খালেক/রোমেল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com