বরগুনার ৫২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ১১:০৯
বরগুনার ৫২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
বরগুনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বছরের পর বছর প্রধান শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ পদটি শূন্য রেখেই চলছে বরগুনা পাথরঘাটায় ৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত হিসেবে সহকারী শিক্ষক দিয়েই করানো হচ্ছে প্রধান শিক্ষকের কাজ।


দীর্ঘ দিন প্রধান শিক্ষক শূন্যতায় বিদ্যালয়গুলো অনেকটাই অবিভাবকশূন্য হয়ে আছে। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদগুলো অতি দ্রুত পূরণ করা দরকার বলে মনে করছেন শিক্ষক, অভিভাবক এবং সচেতন মহল।


উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, পাথরঘাটা উপজেলায় সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ১৪৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যার মধ্যে ৫০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক রয়েছে।


চলতি দায়িত্বে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হয়েছেন ৪৭টি বিদ্যালয়ে এবং বাকি ৫২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয়ে সিনিয়র সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।


টেংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবিভাবক আবদুস ছালাম, কবির হোসেনসহ আরও অনেকে জানান, প্রধান শিক্ষক শূন্যতার কারণে প্রাথমিক শিক্ষার গুণগতমান ধরে রাখা সম্ভব হয় না। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের পাঠদানের পাশাপাশি তাদের বিভিন্ন প্রশাসনিক কাজ, শ্রেণিকক্ষ পর্যবেক্ষণ, সভা-সেমিনারে অংশ নেয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে হয়।


টেংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসিম কুমার হাওলাদার জানান, দীর্ঘ দিন ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন তিনি। বিদ্যালয় ও অফিসের কাজের পাশাপাশি স্কুলে ক্লাসও নিতে হচ্ছে। শিক্ষার গুণগত মান অক্ষুণ্ন রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি।


পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা টি এম শাহ আলম বলেন, সহকারী শিক্ষকদের দ্বারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করাতে হলে কিছুটা সমস্যা তো থেকেই যায়। ইতোমধ্যে আমরা চাহিদা পাঠানোর কাজ শেষ করেছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধান হয়ে যাবে।


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com