শ্রীমঙ্গলে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১৭
প্রকাশ : ১৩ মে ২০২৩, ১৮:০৪
শ্রীমঙ্গলে পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১৭
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের উপর হামলার ঘটনায় ১৭ জনকে আটক করেছে পুলিশ।


১৩ মে শনিবার প্রেসবিজ্ঞপ্তি দিয়ে শ্রীমঙ্গল থানা প্রশাসন জানায়, ১২ মে শুকবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জানাউড়া গ্রামে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজুর বাড়িতে বিএনপির কেন্দ্রীয় নেতা হাজী মুজিবের সাংগঠনিক কর্মীসভা অনুষ্টিত হয়। কর্মীসভা শেষে সন্ধ্যা ৬টার দিকে আশিদ্রোন ইউনিয়নের কড়ইতলা এলাকায় শ্রীমঙ্গল থানা পুলিশের চেক পোস্ট ডিউটি চলাকালে পুলিশের উপর পাথর নিক্ষেপ ও বাশেঁর লাঠি দিয়ে হামলা চালানো হয়। হামলায় ৫জন পুলিশ সদস্য আহত হয়।


এ ঘটনায় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই আনোয়ারুল ইসলাম পাঠান, এসআই মো. রাকিবুল হাছান তাৎক্ষনিক ১৩জনকে আটক করেন।


আটককৃতরা হলেন, মো. জাহাঙ্গীর আলম, মো. জুনায়েদ মিয়া, আবুল মিয়া, মো. রুবেল মিয়া, মো. শেখ ফরিদ, মো. রহিম মিয়া, হাছান আহমেদ, সেলিম আহমেদ, জাহেদুর রহমান, শিবলু আহমেদ, শামছুজ্জামান, মো. হাবিবুর রহমান ও শিপন আহমেদকে আটক করা হয়েছে। পুলিশের উপর হামলায় আটককৃত ১৩জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।


এছাড়াও শ্রীমঙ্গল থানা পুলিশের অপর এক অভিযানে এজাহারভুক্ত আসামি বাবলু মিয়া, শিবলু মিয়া, জুয়েল মিয়া ও মো. সনু মিয়া ওরফে চনুর মিয়া নামের ৪ আসামিকে গ্রেফতার করা হয়।


১৩ মে, শনিবার সকালে গ্রেফতারকৃত আসামিদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতের প্রেরণ করে শ্রীমঙ্গল থানা পুলিশ।


বিবার্তা/কাউছার/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com