বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে ৩দিনের উৎসব সমাপ্ত
প্রকাশ : ১১ মে ২০২৩, ১২:২৬
কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে ৩দিনের উৎসব সমাপ্ত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ৩দিনের উৎসব শেষ হয়েছে। 


বুধবার রাত ১০টায় কুষ্টিয়া নন্দন থিয়েটারের পরিবেশনার মধ্যদিয়ে শেষ হয় ৩দিনের অনুষ্ঠান। 


এরআগে বিকেল ৪টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশ্বকবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া পুলিশ সুপার মো. খাইরুল আলম, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিম তোহা, কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া জেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ্ব মো. রফিকুল আলম টুকু। স্মারক বক্তা ছিলেন, গবেষক এ্যাড. লালিম হকসহ অন্যান্য অতিথিবৃন্দ। এরপর সন্ধ্যা ৭টায় শুরু হয় বিভিন্ন সংগঠনের পরিবেশনা।


এছাড়া,  দিনব্যাপী জেলার বিভিন্ন সংগঠন তাদের পরিবেশনার মধ্যদিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৮মে (২৫ বৈশাখ) সকালে ৩দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। 


উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিলাইদহ কুঠিবাড়ি চত্বরে মুক্তমঞ্চের অনুষ্ঠানে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, গান, কবিতা আবৃত্তি, নাচ ও নাটক। 


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com