ক্যান্সার আক্রান্ত নদীর পরিবারের পাশে এমপি কুদ্দুস
প্রকাশ : ০৭ মে ২০২৩, ১৯:১৭
ক্যান্সার আক্রান্ত নদীর পরিবারের পাশে এমপি কুদ্দুস
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ক্যান্সার আক্রান্ত নদীর পাশে দাঁড়ালেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।


৭ মে, রবিবার সকাল ১০টার দিকে গুরুদাসপুর ইউএনওর কার্যালয়ে ৪০ হাজার টাকার চেক তুলে দেন নদীর মা নারগিস আকতারের হাতে। এসময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান প্রমুখ।


সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, নদীর জন্য বিশেষ তহবিল থেকে ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে। সেই সাথে একজন মেধাবী অসহায় ছাত্রীকে বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে
আসার আহবান জানান তিনি। এসময় আরো ৩৪জন আসুস্থ রোগীর মাঝে চেক তুলে দেওয়া হয়।


নদী এসএসসিতে জিপিএ ৫ পেয়ে স্থানীয় বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে অধ্যায়ন করছে। দরিদ্র বাবা আখতার হোসেন (৫০) ব্যবসায় লোকসান করে ঋনগ্রস্ত হয়ে পরেন। তার লিভারে ধরা পরে জটিল রোগ। এখন নদীও মরনব্যাধি (ব্রেষ্ট) ক্যান্সারে আক্রান্ত। তার রক্তেও দেখা দিয়েছে সমস্যা।


নদীর মা নারগিস আক্তার তার মেয়ে নদী ও স্বামী আখতার হোসেনর পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন।


বিবার্তা/জনি/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com