বোয়ালমারীতে মে দিবসে শ্রমিক ইউনিয়নের শোভাযাত্রা
প্রকাশ : ০১ মে ২০২৩, ১৪:০৬
বোয়ালমারীতে মে দিবসে শ্রমিক ইউনিয়নের শোভাযাত্রা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সারাদেশের ন্যায় ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।


সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী অনুপ্রেরণার উৎস এ দিন। মহান মে দিবস উপলক্ষ্যে বোয়ালমারী কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়নের ব্যানারে শোভাযাত্রা বের করা হয়।


সোমবার (১ মে) সকাল সাড়ে ১০টায় বোয়ালমারী কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে শ্রমিকরা জড়ো হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বিকেল ৫টায় আলোচনা সভা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি।


শোভাযাত্রায় বোয়ালমারী কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. রেখা পারভীন, অধ্যক্ষ লিয়াকত হোসেন, পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, জেলা কৃষকলীগের সহ-সভাপতি ডা. গোলাম কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাকের ইদ্রিস, বোয়ালমারী কনস্ট্রাকশন এন্টারপ্রাইজ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাহাতুল করিম, জাতীয় শ্রমিকলীগ নেতা মো. আরিফুজ্জামান আরিফ, মো. বিল্লাল হোসেন, মো. ডাবলু মৃধা, আলমগীর হোসেন পিয়ার, মামুন মিয়া, মো. ইকবাল হোসেন, মো. ফারুক শেখ, মো. বাবুল মোল্যা, কামরুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নির্মাণের শ্রমিকরা উপস্থিত ছিলেন। তবে মে দিবস উপলক্ষে ফরিদপুর বাস মালিক সমিতি লোকাল পরিবহন বন্ধ রেখেছে বলে জানা গেছে।


বিবার্তা/ মিলু / মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com