আগামীকাল আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলন
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ১৪:৩০
আগামীকাল আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলন
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ৫ বছর পর আগামী ১২ এপ্রিল বুধবার অনুষ্ঠিত হবে বান্দরবান জেলার আলীকদম উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে কর্মচাঞ্চল্য ও উৎসবের আমেজ। বিভিন্ন স্থানে চলছে বিশাল শামিয়ানা ও তোরণ নির্মাণের হিড়িক। পাশাপাশি ব্যানার, ফেস্টুন, পোস্টারে রঙিন হয়ে উঠছে উপজেলা শহর।


সম্মেলনে সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী অংশ নিচ্ছেন। এসব প্রার্থীরা এখন ভোটারদের মন জয়ের আশায় রাত-দিন দ্বারে দ্বারে ঘুরছেন।


অনুষ্ঠিতব্য সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে। এতে উদ্বোধক থাকবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা। এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেবী ইসলাম, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া বিশেষ অতিথি থাকবেন বলে জানা গেছে।


এবারের সম্মেলনে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মারমা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফরিদ আহমদ প্রার্থী হিসেবে রয়েছেন।


এদিকে, সাধারণ সম্পাদক পদে বান্দরবাান জেলা আওয়ামী লীগের সদস্য অংশোথোয়াই মার্মা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক যুদ্ধমনি তঞ্চঙ্গ্যা, বহিস্কারাদেশ থেকে দুই মাস আগে ‘ক্ষমা’ পাওয়া নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তফা জামান রাশেদ প্রার্থীতা করছেন।


অপর দিকে কমিটির সভাপতি ও সম্পাদক পদে পরিবর্তন আসবে, নাকি পুরোনোই নেতৃত্বে থাকবেন এ নিয়েই নেতা কর্মীদের আলোচনা বেশি। বর্তমান কমিটির কর্মকান্ড নিয়েও চলছে নানা হিসাব-নিকাশ।


তবে ভোটাররা বলেন, যাকে সুখে দুখে পাবো, আর যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে কাজ করবেন, তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবো।


দলীয় সূত্রে জানা গেছে, বিগত ২০১৮ খ্রিস্টাব্দের ২৮ শে ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এতে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন মংব্রাচিং মার্মা ও সাধারণ সম্পাদক হন দুংড়িমং মার্মা। ২০২১ সালে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিরূপ মন্তব্যের জেরে সভাপতি থেকে মংব্রাচিং মার্মা বহিস্কার হলে ভারপ্রাপ্ত সভাপতি হন জামাল উদ্দিন।


এ বিষয়ে সভাপতি প্রার্থী দুংড়িমং মার্মা বলেন, প্রার্থী হয়েছি এটা বড় কথা নয়। নির্বাচিত না হলে না জিতলেও সবাইকে নিয়ে এক সাথে দলের জন্য কাজ করবো। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপিকে পুনরায় নির্বাচিত করাই এ সম্মেলনের মূল টার্গেট বলে জানান তিনি।


তবে আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কামরুল হাসান টিপু বলেন, সম্মেলনের প্রস্তুতি শেষ পর্যায়ে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা এখন উজ্জীবিত। নতুন কমিটি কি প্রক্রিয়ায় হবে, তা নির্ধারণ করবে আমাদের অভিভাবক পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।


বিবার্তা/আরমান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com